ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

খুলনায় পৌঁছেছেন নাহিদ হাসনাতরা, রাত সাড়ে নয়টায় এনসিপির সংবাদ সম্মেলন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৮, ১৬ জুলাই ২০২৫ | আপডেট: ২০:৫৪, ১৬ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

গোপালগঞ্জ থেকে খুলনা সার্কিট হাউজে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। রাত সাড়ে ৯টায় খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির পরবর্তী কর্মসূচি ও অবস্থান জানানো হবে বলে জানিয়েছেন নেতারা।

এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহিন জানান, রাত সাড়ে ৯টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে এনসিপির কেন্দ্রীয় নেতারা ‘জুলাই পদযাত্রা’ ও আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তী করণীয় নিয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন।

খুলনায় পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপি নেতারা। দলটির পক্ষ থেকে জানানো হয়, গোপালগঞ্জে পদযাত্রা শেষে ফেরার পথে গাড়িবহরে হামলার ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করছেন এবং বিষয়টি নিয়ে পরবর্তী করণীয় ঠিক করতেই খুলনায় অবস্থান করছেন।

এর আগে বুধবার দুপুর ২টার দিকে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটে। এনসিপি নেতাকর্মীরা অভিযোগ করেন, নিষিদ্ধ ছাত্রলীগ সদস্যরা মঞ্চে থাকা সাউন্ড সিস্টেম, মাইক ও চেয়ার ভাঙচুর করেছেন।

বিকেল ৩টার দিকে পদযাত্রা শুরুর পর আবারও হামলা চালানো হয়। এরপর পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর আগে সকালে কর্মসূচি শুরুর আগে গোপালগঞ্জে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িবহরে হামলা ও পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

এ ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন। পুলিশসহ আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহতরা হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (২৫) ও কোটালীপাড়ার রমজান কাজী (১৮)।  বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি। বিকেল পৌনে পাঁচটার দিকে হাসপাতাল ও নিহতের পরিবার বিষয়টি নিশ্চিত করে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি